চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
মার্চ ২০, ২০২৫, ০৬:৫১ পিএম
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
মার্চ ২০, ২০২৫, ০৬:৫১ পিএম
ভোলা জেলার চরফ্যাশন চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী অ্যাডভোকেট মো. হযরত আলী হিরণ।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে বুধবার ভোলা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে এ নিয়োগ আদেশের বিষয়টি জানানো হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়োগপত্র প্রদান করে তিনি আনুষ্ঠানিকভাবে এডিশনাল পিপি হিসেবে যোগদান করেন।
অ্যাডভোকেট মো. হযরত আলী হিরণ দীর্ঘ সময় ধরে সুনামের সাথে আইন পেশায় জড়িত রয়েছেন। তিনি চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচিত ধর্ম, ক্রীড়া ও পাঠাগার বিষয়ক সম্পাদক।
এছাড়া তিনি দীর্ঘদিন চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে উপজেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন।
সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে সদ্য নিয়োগ পাওয়া অ্যাডভোকেট মো. হযরত আলী হিরণ বলেন, "আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক চরফ্যাশন চৌকি আদালতের এডিশনাল পিপি হিসেবে নিয়োগ পেলাম। আমার সিনিয়র ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন স্যার ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দেশের কল্যাণে আইন পেশায় নিজেকে নিয়োজিত রেখেছি এবং নতুন এই দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বদা সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ।"
ইএইচ