কুষ্টিয়া প্রতিনিধি
মার্চ ২০, ২০২৫, ০৭:২৯ পিএম
কুষ্টিয়া প্রতিনিধি
মার্চ ২০, ২০২৫, ০৭:২৯ পিএম
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কমিউনিটি ক্লিনিকগুলো। প্রান্তিক এলাকার চিকিৎসার অন্যতম ভরসা হিসেবে পরিচিত এসব ক্লিনিক। দেশের কমিউনিটি ক্লিনিকের সক্ষমতা বাড়াতে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও প্রশাসনের যৌথ প্রয়াস প্রয়োজন, এমন মন্তব্য করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
মঙ্গলবার দুপুরে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক পরিদর্শনকালে সেবা গ্রহণকারী জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনকে স্বাগত জানিয়ে সেবা নিতে আসা কয়েকজন মন্তব্য করেন, "যদি সরকারি প্রতিটি দপ্তর আকস্মিক পরিদর্শন করতো, তবে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটা কমে যেত। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাদের মনগড়া আচরণ করতে পারতো না, কারণ তাদের মধ্যে একটি ভয় কাজ করতো। ফলে তারা দায়িত্ব সঠিকভাবে পালন করতো এবং সেবার মান বাড়তো।"
সেবা নিতে আসা আফসানা হক বলেন, "এ আকষ্মিক পরিদর্শন সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়। যদি এই ধরনের পরিদর্শন অব্যাহত থাকে, তাহলে দেশের সব ক্লিনিকের দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীরা আরও সজাগ থাকবেন সেবা প্রদান করতে।"
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার নবাগত নির্বাহী অফিসার নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, খয়েরপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আনজুমান আরা প্রমুখ।
জেলা প্রশাসক পরিদর্শন শেষে মিরপুর উপজেলা ভূমি অফিস ও আমলা ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন।
ইএইচ