বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মার্চ ২০, ২০২৫, ০৭:৫৩ পিএম
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মার্চ ২০, ২০২৫, ০৭:৫৩ পিএম
বরিশালের বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা মো. নাছির উদ্দিন রোকন ডাকুয়া।
তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতির দায়িত্বও পালন করছেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় মাদরাসা হলরুমে নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভায় এ ঘোষণা দেন অধ্যক্ষ মো. শফিকুর রহমান।
একই সভায় আতাউর রহমানকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
মাদরাসার অধ্যক্ষ মো. শফিকুর রহমান জানান, নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নাছির উদ্দিন রোকন ডাকুয়া দায়িত্ব গ্রহণ করেন।
সভায় দাতা সদস্য জামাল হোসেন বিপ্লব, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, বিদ্যুৎসাহী সদস্য মাইনুল ইসলাম খানসহ অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইএইচ