দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
মার্চ ২০, ২০২৫, ০৮:০৭ পিএম
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
মার্চ ২০, ২০২৫, ০৮:০৭ পিএম
রাজশাহীর দুর্গাপুরে উপজেলা পরিষদের অর্থায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় ৩৭৮ পিস জলাতঙ্ক (র্যাবিস) ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের কাছে এসব টিকা হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, নওপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজাদ আলী প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলায় জলাতঙ্কের টিকা সংকট থাকায় কুকুর ও অন্যান্য প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীরা বিপাকে পড়ছিলেন। অনেকেই ফার্মেসি থেকে অতিরিক্ত মূল্যে টিকা সংগ্রহ করতে বাধ্য হতেন। তবে অসহায় ও দরিদ্র রোগীদের জন্য উপজেলা সমাজসেবা অফিস থেকে “রোগী কল্যাণ তহবিল” থেকে সীমিত সহায়তা প্রদান করা হতো।
টিকা সরবরাহ পুনরায় চালু হওয়ায় রোগীদের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, "এডিপি প্রকল্পের আওতায় চাহিদা অনুযায়ী জলাতঙ্কের টিকা সরবরাহ করা হয়েছে। জনগণের চাহিদার ভিত্তিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।"
ইএইচ