Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ মার্চ, ২০২৫,

কিশোরগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মার্চ ২০, ২০২৫, ০৮:১১ পিএম


কিশোরগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল

কিশোরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেদুয়ান রহমান ওয়াকিউরের উদ্যোগে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা তনয় মোল্লা, ইয়াসির আরাফাত রাতুল, হুমায়ুন অমি, হাসান ইমরুল, রিয়াদ আজিজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইফতারের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!