গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
মার্চ ২০, ২০২৫, ০৮:৩৭ পিএম
গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
মার্চ ২০, ২০২৫, ০৮:৩৭ পিএম
নেত্রকোণা জেলা ইসলামী ঐক্য জোটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় শহরের ষড়ঋতু রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্য জোট নেত্রকোণা জেলা শাখার সভাপতি পীরে কামেল সাইকুল হাদিস আল্লামা সিরাজুল ইসলাম।
সাধারণ সম্পাদক মাওলানা আবু সায়েম খানের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা প্রশাসনের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মহেদী হাসান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা ইসলামী ঐক্য জোটের নির্বাহী সভাপতি মাওলানা শরীফ উদ্দিন, হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওলানা আবুল কাশেম, জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মুফতি তাহের কাশেমী, হেফাজতে ইসলাম নেত্রকোণার সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, খেলাফত মজলিসের প্রতিনিধি মুফতি হাবিবুর রহমানসহ অন্যান্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল মতিন, এন আকন্দ আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মাসুদ, কেন্দ্রীয় নাগরিক কমিটির সদস্য ফাহিম রহমান পাঠানসহ অন্যান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইএইচ