Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ মার্চ, ২০২৫,

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ২৪ বাংলাদেশি আটক

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

মার্চ ২০, ২০২৫, ১০:৪২ পিএম


মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ২৪ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ২৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে খুলনা, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, পাবনা ও মাদারীপুরসহ বিভিন্ন জেলার বাসিন্দারা রয়েছেন। তাদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

এছাড়া বিজিবির নিয়মিত সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থান থেকে ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত চলা অভিযানে রাজাপুর বিওপির নায়েব সুবেদার ইকবাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ২৫০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাটিলা বিওপির সুবেদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৩টি ভিওআইপি গেটওয়ে সেট (৩২ পোর্ট) জব্দ করা হয়।
নতুনপাড়া বিওপির নায়েব সুবেদার ওবায়দুল্লাহর নেতৃত্বে ৬৫৫ পিস ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। অন্য আটককৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে মহেশপুর থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!