মাগুরা প্রতিনিধি:
মার্চ ২১, ২০২৫, ১২:৩১ পিএম
মাগুরা প্রতিনিধি:
মার্চ ২১, ২০২৫, ১২:৩১ পিএম
মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সাবেক চেয়ারম্যান সহ গ্রেপ্তার দুই।মাগুরা সেনা ক্যাম্পের কর্মকর্তারা তাদের গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র সহ দুই জনকে গ্রেফতার করে।
সেনাবাহিনীর ১৪ বীর একটি গোয়েন্দা সূত্র জানতে পারে যে, মাগুরা জেলার সদর থানার বেলনগর গ্রামের সাবেক চেয়ারম্যান শান্টু ও লক্ষিকান্দর গ্রামের জয় কুমার দাশ`দের বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এরই সূত্র ধরে ২০ মার্চ ২২ ঘটিকায় মেজর সাফিন এর নেতৃত্বে মাগুরা সদর আর্মি ক্যাম্প এর চলমান রাত্রিকালীন টহলটি উক্ত ঘটনাস্থলে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ০১ টি ওয়ান শুটার গান,বড় রামদা- ০১ টি,দেশীয় তৈরী হাত কুড়াল- ০১ টি সহ মোঃ শান্টু মিয়া (৩৫), পিতাঃ মোঃ আঃ ওয়াহাব মোল্লা গ্রামঃ বেলনগর, ডাকঘরঃ মাগুরা সদর, উপজেলাঃ মাগুরা সদর, জেলাঃ মাগুরা এবং জয় কুমার দাশ (৩০), পিতাঃ জোগ্গেশ্বর দাস, গ্রামঃ লক্ষিকান্দর, ডাকঘরঃ মাগুরা সদর, উপজেলাঃ মাগুরা সদর, জেলাঃ মাগুরা সহ মোট ০২ (দুই) জন`কে গ্রেফতার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃত সন্ত্রাসীদেরকে জব্দকৃত অস্ত্র ও সরঞ্জামাদীসহ মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিআরইউ