Amar Sangbad
ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫,

বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিল ছাত্রের প্রাণ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মার্চ ২১, ২০২৫, ০৩:১৯ পিএম


বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিল ছাত্রের প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত ছাত্রের নাম সিফাত (১৪) সে সোনারামপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার সোনারামপুর ইউনিয়নের ডেঙ্গা পাড়ার সৌদি প্রবাসী সাহেব মিয়ার ছেলে।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে তেজখালী ইউনিয়নের আকানগর পাঁচ রাস্তা মোড়ে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, সিফাত তার মামাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। আকানগর পাঁচ রাস্তা মোড়ে পৌঁছালে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্পিড ব্রেকারের ওপর উঠে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সিফাত গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সলিমগঞ্জের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, দুর্ঘটনার বিষয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। নিহতের পরিবারের অনুরোধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!