নাটোর প্রতিনিধি
মার্চ ২১, ২০২৫, ০৭:১১ পিএম
নাটোর প্রতিনিধি
মার্চ ২১, ২০২৫, ০৭:১১ পিএম
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ ও মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলন।
বাদ জুমা নাটোর শহরের কানাইখালী এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মহল্লার বিভিন্ন মসজিদ থেকে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।
পরে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে এসে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন, হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের নাটোর জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক ফারাহ মাহামুদ সজিব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, "এ পৃথিবীর জালেম হচ্ছে ভারত, ইসরাইল ও যুক্তরাষ্ট্র। যুদ্ধ বিরতির পরও পবিত্র রমজান মাসে ইসরাইল নিরহ ফিলিস্তিনের ওপর হামলা চালিয়েছে। অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য কঠোর বার্তা দিতে উপদেষ্টা সরকারের প্রতি আহবান জানান।" অপরদিকে ভারতের নাগপুরে নিরীহ মুসলিমদের ওপর হিন্দুত্ববাদীদের হামলার তীব্র নিন্দা জানানো হয়। পরে ইসরাইলের সকল পণ্য ক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।
ইএইচ