Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ মার্চ, ২০২৫,

বিনার মহাপরিচালকের দপ্তরের তালা খুলে পুনরায় কার্যক্রম শুরু

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মার্চ ২১, ২০২৫, ০৭:২৪ পিএম


বিনার মহাপরিচালকের দপ্তরের তালা খুলে পুনরায় কার্যক্রম শুরু

গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক মো. আবুল কালাম আজাদ চার দিন অবরুদ্ধ থাকার পর শুক্রবার সকালে তার দপ্তরে প্রবেশ করেছেন।

বিনার কর্মকর্তা, কর্মচারী, বিজ্ঞানী ও পরিচালকরা তাকে অভ্যর্থনা জানান এবং অফিস কার্যক্রম স্বাভাবিক করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে মহাপরিচালকের দপ্তরের তালা দেয়া হয়। তবে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে বোঝাপড়ার ভিত্তিতে বিষয়টির সমাধান করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) ড. মো. শরিফুল হক ভূইয়া, পরিচালক (গবেষণা) ড. মো. হোসেন আলী, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজিজুল হক, ড. মো. লুৎফর রহমান মোল্যা, ড. মো. ইব্রাহীম খলিল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমিন, ড. মো. আশিকুর রহমান, ড. মো. হাসানুজ্জামান, ড. মো. হাবিবুর রহমান, খন্দকার শামছুল আরেফিন, উপপরিচালক (প্রশাসন) মাজহারুল ইসলাম, উপপরিচালক (অর্থ) মো. মনজুরুল হোসেন খান, নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমানসহ আরও অনেকে।

এছাড়াও বিনা কর্মচারী সমিতির সভাপতি মো. আলতাব মাসউদ, সাবেক শ্রমিক সমিতির সভাপতি মো. নবী হোসেন ও মো. আনোয়ার হোসেনসহ বিনার প্রধান কার্যালয় ও উপকেন্দ্রের বিভিন্ন স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা এতে অংশ নেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, মহাপরিচালকের দক্ষ নেতৃত্ব ও বিনার গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতেই একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করেছিল। তিনি দাবি করেন, কিছু বহিরাগত ব্যক্তি প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালিয়েছে, যা বিনার বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন।

বিনা সংশ্লিষ্টরা দৃঢ়ভাবে জানান, ভবিষ্যতে কোনো বহিরাগতদের অনুপ্রবেশ বা বলপ্রয়োগ সহ্য করা হবে না এবং প্রয়োজনে তা প্রতিহত করা হবে। এখন থেকে বিনার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!