Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ মার্চ, ২০২৫,

সাদুল্লাপুরে গণ ইফতার ও দোয়া মাহফিল

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

মার্চ ২১, ২০২৫, ০৭:৪৭ পিএম


সাদুল্লাপুরে গণ ইফতার ও দোয়া মাহফিল

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া ও মধ্য নিজপাড়া গ্রামবাসীদের আয়োজনে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আমবাগান গার্লস হাই স্কুল মাঠে এই গণ ইফতার আয়োজন করা হয়।

সরজমিনে গিয়ে জানা যায়, মধ্য নিজপাড়া ও নিজপাড়া গ্রামবাসীর উদ্যোগে প্রতি বছরের মতো এবারও গণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রায় আট হাজারের অধিক লোক অংশগ্রহণ করেন। এ বছর খাবারের তালিকায় ছিল ভাত, গরুর মাংস এবং জনপ্রিয় আলুর ডাল, যা ইফতারিতে নতুন বৈচিত্র্য নিয়ে আসে।

ইফতারের অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সর্বস্তরের জনগণ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

উক্ত ইফতার মাহফিলে আগতরা প্রশংসা করে বলেন, "এমন আয়োজনের ফলে এলাকাবাসীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অতীতের মতোই সকল ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবারও মিলন মেলায় পরিণত হয়।"

আয়োজক কমিটির সদস্য, হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, হিংগারপাড়া উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ মিলন, সাবেক ইউপি সদস্য মজিদুল ইসলাম বলেন, "প্রতি বছরের মতো এই রমজানেও সকলের সার্বিক সহযোগিতায় দল-মতের ভেদাভেদ ভুলে গণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই ইফতারের ফলে আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় ও মজবুত হবে। আগামীতে সকল ভেদাভেদ ভুলে আবারও সকলের সহযোগিতায় গণ ইফতার আয়োজন করতে পারি, এই জন্য সকলের দোয়া কামনা করছি।"

ইএইচ

Link copied!