Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ মার্চ, ২০২৫,

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

মার্চ ২১, ২০২৫, ০৭:৫৫ পিএম


ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি নৃশংস হামলার প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবিরসহ বিভিন্ন সংগঠন।

শুক্রবার জুম্মার নামাজের পর শহরের বড় জামে মসজিদ, বড় বাজার জামে মসজিদসহ পাড়া-মহল্লা থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের হয়। ইসলামী আন্দোলনের মিছিল এনএস রোড প্রদক্ষিণ করে মজমপুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী।

কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম তাওহীদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আখন্দ, ইসলামি শ্রমিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডা. দেওয়ান আব্দুল খালেকসহ দলটির নেতাকর্মীরা। ইসলামী ছাত্র শিবিরের মিছিলের নেতৃত্ব দেন শহর শিবির সভাপতি হাফেজ সেলিম রেজা।

মিছিলে অংশ নিয়ে নেতাকর্মী, সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শহরের এনএস রোডে জমায়েত হন। তারা স্লোগানে স্লোগানে শহর মুখরিত করে তোলেন। এ সময় তারা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, "আজকে সারা বিশ্বের মুসলিমরা যেখানে রমজান, ইফতার, সাহরি করছে, সেখানে ফিলিস্তিনের শিশু-নারীরা লাশের মিছিলে শরিক হচ্ছে। বিনা নোটিশে সন্ত্রাসী ইসরায়েল আমাদের মুসলিম ভাই-বোনদের উপর হামলা করছে, তাদের নির্বিচারে হত্যা করছে।" বক্তারা আরও বলেন, "পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, দখলদার ইসরায়েল একটি বর্বর সন্ত্রাসী রাষ্ট্র।"

এছাড়া বক্তারা বলেন, "গাজায় এমন নৃশংস হামলায় বিশ্বের কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে না। ইসরাইল জাতি একটি অভিশপ্ত জাতি। বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে।" তারা আরও বলেন, "ইসরায়েলি বাহিনী বছরের পর বছর ফিলিস্তিনের জনগণের আবাসিক ভূমি এবং মসজিদুল আকসা জবরদখল করে রেখেছে।"

এক বিবৃতিতে কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নদভী ইসরায়েলি সকল পণ্য বয়কটের আহ্বান জানান।

ইএইচ

Link copied!