Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ মার্চ, ২০২৫,

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদরাসা শিক্ষক নিহত

দিরাই প্রতিনিধি

দিরাই প্রতিনিধি

মার্চ ২১, ২০২৫, ০৮:০১ পিএম


বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদরাসা শিক্ষক নিহত

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম তৌফিকুল ইসলাম (২৬)। তিনি দিরাই উপজেলার রফিনগর কান্দিগাঁও গ্রামের মাওলানা ফজলুর রহমানের ছেলে এবং বাংলাবাজার খাদিজাতুল মহিলা মাদরাসার শিক্ষক ছিলেন।

শুক্রবার বিকাল ৩টার দিকে দিরাই-মদনপুর সড়কের দিরাই ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৩ টার দিকে দিরাই বাসস্টেন্ড থেকে ছেড়ে যাওয়া একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ বাঁধে। এ সময় মোটরসাইকেলের চালক তৌফিকুল গুরুতর আহত হন। আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে নিকটবর্তী দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, "সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ঘাতক বাসটি আটক করি। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে বাসে থাকা কোন যাত্রীর ক্ষতি হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।"

ইএইচ

Link copied!