Amar Sangbad
ঢাকা শনিবার, ২২ মার্চ, ২০২৫,

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মার্চ ২১, ২০২৫, ০৮:০৪ পিএম


বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

"আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসবে। আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। বাঞ্ছারামপুর বিএনপির ঘাঁটি। বিগত ১৬ বছরে ভোট ডাকাতরা ভোট লুট করেছে, কিন্তু এবার সেই সুযোগ আর নেই। জনগণ তাদের ভোট নিজেরা দেবে। বিএনপি ক্ষমতায় এলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাঞ্ছারামপুর উন্নয়নের জোয়ারে ভাসবে। হোমনা, মেঘনা ও বাঞ্ছারামপুর হবে বাংলাদেশের সর্বাধিক উন্নত উপজেলা।"—এ কথা বলেছেন জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগের সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুইয়া।

শুক্রবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে রাধানগর মোহাম্মাদিয়া হাফেজিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ। সঞ্চালনায় ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, জেলা বিএনপির সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এইচ. জেড. শুকরী সেলিম, হারুন অর রশিদ আকাশ, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক কামাল আহমেদ, সদস্য ওবায়দুল্লাহ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাঈদ, সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!