বরিশাল ব্যুরো
মার্চ ২১, ২০২৫, ০৯:১৮ পিএম
বরিশাল ব্যুরো
মার্চ ২১, ২০২৫, ০৯:১৮ পিএম
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে ও খোলা ভাবে ইফতার সামগ্রী বিক্রি অপরাধে নগরীর ঘরোয়া রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার (২১ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নগরীর র্গীজ্জামহল্লার ঘরোয়া রেস্টুরেন্ট সহ কয়েকটি দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া ঈদ উপলক্ষে নগরীর বেশ কিছু বিপণি বিতান ও শপিংমলকে অতিরিক্ত মুনাফায় পণ্য বিক্রয় করার অপরাধে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও মোহাম্মদ লুৎফর রহমান, উপজেলা স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জাকির হোসেন।
আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এবং পণ্যের গুণগতমান নিশ্চিত করতে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালক করা হয়েছে। পাশাপাশি তাঁদের বিভিন্ন বিষয়ে সতর্ক করে পরামর্শ দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরএস