Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫,

সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশিসহ আহত ২

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২২, ২০২৫, ০১:২৬ পিএম


সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশিসহ আহত ২

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশিসহ দুইজন আহত হয়েছেন। 

শুক্রবার (২১ মার্চ) রাত ৯টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুমের জিরো লাইন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— জাহাঙ্গীর আলম (১৯) ও মো. হোসাইন (২৭)। এদের মধ্যে জাহাঙ্গীর আলম বাংলাদেশি। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। মো. হোসাইন রোহিঙ্গা বলে জানিয়েছেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, জাহাঙ্গীর ও হোসাইন কাঁটাতার পেরিয়ে শূন্যরেখায় প্রবেশ করলে মিয়ানমারের দিক থেকে গুলি ছোড়া হয়। এতে বাম পায়ের দুইস্থানে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। সামান্য আহত হন হোসাইনও। আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

অন্যদিকে এ ঘটনায় চোরাচালানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ঘুমধুম সীমান্তে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তারা কেন সীমান্তে গিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

বিআরইউ

Link copied!