Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫,

সেই আছিয়ার পরিবারকে মাগুরার ডিসির আর্থিক সহায়তা

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

মার্চ ২২, ২০২৫, ০১:৫০ পিএম


সেই আছিয়ার পরিবারকে মাগুরার ডিসির আর্থিক সহায়তা

মাগুরার সেই আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তার চেক ও ঈদ উপহার দিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

শুক্রবার (২১ মার্চ) শিশুটির নিজ বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং  ঈদ উপহার সামগ্রী,চাল ও আর্থিক সহযোগিতার চেক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)আব্দুল কাদের,শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন,উপজেলা উপ-সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার।

জেলা প্রশাসক অহিদুল ইসলাম বলেন, শিশুটির দুঘর্টনার সংবাদ শোনার পর থেকেই জেলা প্রশাসন শিশু ও শিশুটির পরিবারের জন্য কাজ করে যাচ্ছে। শিশুটি মারা গেলে তার মরদেহ জেলা প্রশাসনের সহযোগিতায় সর্বাত্মক গুরুত্ব দিয়ে তার বাড়িতে পৌঁছে দাফন কাজ শেষ করা হয়। জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা,মহিলা বিষয়ক,ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর পরিবারটির পাশে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছে এবং পরিবারটিকে সহযোগিতা করেছে।

উপজেলা নির্বাহী অফিসারগণ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে শিশুটির আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদে দোয়ার ব্যবস্থা করেছে। আজও ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ২৫ হাজার টাকার চেক, চাউল ও ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। আমরা আর্থিকভাবে এই পরিবারটি যেন স্বচ্ছলভাবে চলতে পারে এবং কোন রকম সমস্যা না হয় সে বিষয়েও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে। শিশুটির পিতা কিছুটা মানসিক প্রতিবন্ধী, তাকেও প্রতিবন্ধী কার্ডের আওতায় আনা হবে। শিশুটির বিচারের সর্বোচ্চ সাজার রায় সর্বাধিক গুরুত্ব দিয়ে বিচার প্রক্রিয়া সমাধান হবে।

বিআরইউ

Link copied!