Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫,

ফেনীতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ২২, ২০২৫, ০৩:৫৪ পিএম


ফেনীতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ফেনীর সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামে চুরি করতে গিয়ে গণপিটুনিতে লিটন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ফেনী মডেল থানার ওসি মো. শামছুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত লিটন বালিগাঁও গ্রামের হজু মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে হাজী বারেক মিয়ার বাড়ির পানু মিয়ার ঘরে চুরি করতে ঢোকেন লিটন। এ সময় গৃহকর্তা পানু মিয়া তাকে ধরে ফেলেন এবং চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী জড়ো হয়ে লিটনকে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, এর আগেও একাধিকবার লিটন চুরির ঘটনায় ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছিলেন। এলাকায় তিনি ‘লিটন চোর’ নামে পরিচিত ছিলেন।

ইএইচ

Link copied!