কিশোরগঞ্জ প্রতিনিধি
মার্চ ২২, ২০২৫, ০৪:১০ পিএম
কিশোরগঞ্জ প্রতিনিধি
মার্চ ২২, ২০২৫, ০৪:১০ পিএম
দেশের বৃহত্তম ঈদের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। এ বছর ১৯৮তম পবিত্র ঈদুল ফিতরের বড় জামাত অনুষ্ঠিত হবে এখানে।
নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আয়োজন করা হয়েছে এই জামাত।
জানা যায়, সকাল ১০টায় জামাত শুরু হবে, যেখানে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদ জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু সঙ্গে না আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে ঈদগাহ মাঠের প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে রয়েছে। চলছে কাতারের দাগ কাটা, দেয়ালে রঙ করা, সিসি ক্যামেরা স্থাপন, মাইক ও আলোকসজ্জার কাজ। মাঠ পরিচালনা কমিটি জানিয়েছে, ঈদ জামাতের আগেই সকল প্রস্তুতি সম্পন্ন হবে।
জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং নবনিযুক্ত ইমাম আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে শোলাকিয়া মাঠ পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, বিপুল উৎসাহ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, ঈদ জামাতকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ৪টি ওয়াচ টাওয়ার ছাড়াও সাদা পোশাকে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
এদিকে, ঈদ জামাতে মুসল্লিদের অংশগ্রহণের সুবিধার্থে ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে "শোলাকিয়া এক্সপ্রেস" নামে দুটি বিশেষ ট্রেন চালু থাকবে।
শোলাকিয়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচি- ভৈরব থেকে ছেড়ে যাবে সকাল ৬টায়, কিশোরগঞ্জ পৌঁছবে সকাল ৮টায়। কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায়, ভৈরব পৌঁছবে দুপুর ২টায়।
ময়মনসিংহ থেকে ছেড়ে যাবে সকাল ৫:টা ৪৫ মিনিটে। কিশোরগঞ্জ পৌঁছবে সকাল ৮টা ৩০ মিনিটে। কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায়, ময়মনসিংহ পৌঁছবে বেলা ৩টায়।
শোলাকিয়া ঈদগাহ ব্যবস্থাপনার জন্য ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি রয়েছে, যারা ঈদের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করে থাকে।
ইএইচ