Amar Sangbad
ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫,

জিয়া সাইবার ফোর্স যশোর শাখার যুগ্ম আহ্বায়ক হলেন ফাহাদ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

মার্চ ২২, ২০২৫, ০৫:০৭ পিএম


জিয়া সাইবার ফোর্স যশোর শাখার যুগ্ম আহ্বায়ক হলেন ফাহাদ

যশোরে জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্সের নতুন কমিটি গঠন করা হয়েছে। জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত সংগঠনের প্যাডে এ তথ্য জানানো হয়েছে।

অভয়নগর থেকে সাকিব হাসান ফাহাদকে যুগ্ম আহ্বায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যদের আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক সাকিব হাসান ফাহাদ বলেন, "জিয়া সাইবার ফোর্স জাতীয়তাবাদী চেতনা লালন করে। আমরা অনলাইনে জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে কাজ করে যাব।"

নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান এবং নাওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান।

ইএইচ

Link copied!