Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫,

রাঙ্গামটিতে চেম্বার অব কমার্স’র ঈদ উপহার বিতরণ

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি প্রতিনিধি:

মার্চ ২২, ২০২৫, ০৬:০০ পিএম


রাঙ্গামটিতে চেম্বার অব কমার্স’র ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ হতে ২শত দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে অফিস ভবনে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি অ্যাড. মামুনুর রশীদ মামুন।

এ সময় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আলী বাবর, সহ-সভাপতি নেছার আহমেদ, পরিচালক মো. নিজাম উদ্দিন, সফিকুল
ইসলাম চৌধুরী, মো. জসীম উদ্দিন, আবদুল কুদ্দুছ, আবদুল মন্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, প্রতি বছর রমজানকে ঘিরে আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করি যাতে করে দুঃস্থ ও গরীব এসব অসহায় পরিবার সুস্থ ও সুন্দরভাবে রোযা পালন শেষে ঈদ করতে পারেন। তিনি সকল বিত্তবানদের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এসময় তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসকারী সকল মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ঈদ পালনে সহযোগিতা জন্য ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি না করে স্থিতিশীল রাখার অনুরোধ জানান।

এ সময় প্রতিটি অসহায় পরিবারের মাঝে ৪ কেজি চাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি সেমাই, ১ কেজি দুধ, ১ কেজি নুডুলস প্রতি পরিবারের মাঝে প্রদান করা হয়।

বিআরইউ

Link copied!