সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
মার্চ ২২, ২০২৫, ০৭:০০ পিএম
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
মার্চ ২২, ২০২৫, ০৭:০০ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গত দুই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক ইসতিয়াক আহমেদ সোহান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মাহিদুল ইসলাম রয়েছেন।
তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠেছে।
গত ২০ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাজিরের সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদ মর্যাদার) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি পত্রে এবং ২১ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর এরশাদুল হক ইমন ও সেক্রেটারি সিরাজুল ইসলাম স্বাক্ষরিত অন্য পত্রে এ বিষয়ে জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, দুই নেতা বিভিন্নভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
ইএইচ