লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
মার্চ ২২, ২০২৫, ০৭:২৪ পিএম
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
মার্চ ২২, ২০২৫, ০৭:২৪ পিএম
কুমিল্লার লাকসাম উপজেলায় লাকসাম সাংবাদিক ইউনিয়নের ১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার স্থানীয় রেস্তোরায় সংগঠনের নতুন ও পুরনো সদস্যদের উপস্থিতিতে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে কার্যকরী কমিটি গঠিত হয়।
এতে সভাপতি পদে মো. জাফর আহমদ, সাধারণ সম্পাদক পদে মো. আব্দুর রহিম (পুনরায়) এবং সাংগঠনিক সম্পাদক পদে সেলিম চৌধুরী হীরা (পুনরায়) নির্বাচিত হন।
সভার শুরুতে তিনটি পদে ভোটাভোটির পর উপস্থিত সকলের মধ্যে আলোচনা সাপেক্ষে কণ্ঠ ভোটের মাধ্যমে সহ-সভাপতি পদে মো. আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আমজাদ হোসাইন, প্রচার সম্পাদক পদে মো. দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ উল্লাহ, অর্থ সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম এবং মহিলা সম্পাদক পদে সারিয়া চৌধুরী নির্বাচিত হন।
২০১৭ সালে গঠিত লাকসাম সাংবাদিক ইউনিয়নের এটি তৃতীয় মেয়াদের কমিটি।
ইএইচ