শিবচর প্রতিনিধি
মার্চ ২২, ২০২৫, ০৭:২৯ পিএম
শিবচর প্রতিনিধি
মার্চ ২২, ২০২৫, ০৭:২৯ পিএম
মাদারীপুরের শিবচর বাজারে ঈদকে সামনে রেখে পোশাক, কসমেটিকস ও চালের দোকানে অতিরিক্ত মুনাফায় বিক্রির অপরাধে ৫টি দোকানে মোট ৫৭ হাজার
টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিকার।
শনিবার বেলা ১২টার দিকে মাদারীপুর জেলা ভোক্তা সংরক্ষণ অধিকার সহকারী পরিচালক জান্নাতুন ফেরদাউস এ অভিযান চালান।
এ সময় শিবচর উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর ফজলুল হক, মাদারীপুর মার্কেটিং অফিসার ও শিবচর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
ইনস্পেক্টর ফজলুল হক জানান, অতিরিক্ত মুনাফায় পণ্য বিক্রির অপরাধে শিবচর বাজারের খলিফা পট্টির সজিব গার্মেন্টসকে ১২,০০০ টাকা, সুমন শাড়ী বিতানকে ১০,০০০ টাকা, কাজী ক্লথ স্টোরকে ১০,০০০ টাকা, শিবচর বাজারের মার্তৃভান্ডার চাউলের দোকানকে ১৫,০০০ টাকা এবং কলেজ কর্ণারের কসমেটিকস দোকানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
ইএইচ