Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ মার্চ, ২০২৫,

বিএনপি নেতা মনির

শেখ হাসিনার সময়ে বিরোধী মতাবলম্বীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

মার্চ ২২, ২০২৫, ০৭:৫০ পিএম


শেখ হাসিনার সময়ে বিরোধী মতাবলম্বীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে, শেখ হাসিনার শাসনামলে বিরোধী মতাবলম্বীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে।

শনিবার বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শেখ হাসিনার শাসনামলে বিরোধী মতাবলম্বীদের জন্য সময়টা অত্যন্ত দুঃসহ ছিল। বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে।"

তিনি আরও বলেন, "বিএনপি সবসময় গণমানুষের কথা বলে এবং তাদের উন্নয়নে কাজ করে। আগামী দিনে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।" এ সময় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

ফরিদপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কুদ্দুস শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জয়দেব কুমার রায়, স্থানীয় বিএনপি নেতা ওবায়দুর রহমান, ইফতেখারুজ্জামান নিক্সনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

ইএইচ

Link copied!