Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ মার্চ, ২০২৫,

কোম্পানীগঞ্জে চরপার্বতী বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

মার্চ ২২, ২০২৫, ০৭:৫৮ পিএম


কোম্পানীগঞ্জে চরপার্বতী বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও ব্যারিস্টার মওদুদ আহমদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

শনিবার বিকেলে ইউনিয়নের কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি‍‍`র আহ্বায়ক কমিটির সদস্য একরামুল হক মিলন মেম্বারের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি‍‍`র অন্যতম সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা মহিলা দলের উপদেষ্টা জোসনা আরা বেগম,জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহানা আক্তার,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউসার আলম বাইতুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার শাহিন,বসুরহাট পৌরসভা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর উদ্দীন ফাহাদ,উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু নাছেরসহ সংগঠনের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএস
 

Link copied!