বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মার্চ ২২, ২০২৫, ০৭:৫৯ পিএম
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মার্চ ২২, ২০২৫, ০৭:৫৯ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও উপজেলা কৃষক দলের প্রতিষ্ঠাতা মরহুম মো. হাবিবুর রহমান মাতুব্বরের স্মরণে বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বাদ আসর উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুর মাতুব্বর বাড়িতে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল, বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিপন, উপজেলা বিএনপি`র যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা
সাবেক ছাত্রনেতা মো. মিজানুর রহমান আলালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম দুলাল প্রমূখ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরএস