জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
মার্চ ২২, ২০২৫, ০৮:০৩ পিএম
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
মার্চ ২২, ২০২৫, ০৮:০৩ পিএম
পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে মাটিরাঙ্গা পৌরসভার পলাশপুর মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসা, হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে পলাশপুর মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসা মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কোরআন শরিফ বিতরণ করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, পলাশপুর মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা হেফজখানা পরিচালনা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলামসহ মাদরাসার পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
ইএইচ