Amar Sangbad
ঢাকা শনিবার, ২৯ মার্চ, ২০২৫,

বড়াইগ্রামের উন্নয়নে নিরলস প্রয়াস

প্রশংসিত ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস

বোরহান উদ্দিন বুলবুল, বড়াইগ্রাম

বোরহান উদ্দিন বুলবুল, বড়াইগ্রাম

মার্চ ২৩, ২০২৫, ১০:৩৭ এএম


প্রশংসিত ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস

নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস দায়িত্ব গ্রহণের পর থেকেই দাপ্তরিক কাজের পাশাপাশি জনকল্যাণমূলক নানা উদ্যোগের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। এক বছরের মধ্যে তিনি উপজেলার উন্নয়নে অসংখ্য কার্যক্রম বাস্তবায়ন করেছেন। দপ্তরকে সম্পূর্ণরূপে দালালমুক্ত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে সাধারণ মানুষ নির্বিঘ্নে সেবা পাচ্ছেন।

দালালমুক্ত প্রশাসন ও জনগণের সেবায় অঙ্গীকার

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যেকোনো সেবা পেতে এখন আর কারো দালালের শরণাপন্ন হতে হয় না। সাধারণ মানুষ, শিক্ষার্থী, কবি-সাহিত্যিক, সমাজসেবক, সাংবাদিকসহ নানা পেশার ব্যক্তিরা সরাসরি ইউএনওর কাছে গিয়ে তাদের প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন।

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান তদারকি

সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ক্যাথলিক চার্চসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকির পাশাপাশি এগুলোর মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন।

পরিবেশ সংরক্ষণ ও পর্যটন বিকাশে উদ্যোগ

তিনি প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্যবর্ধনে ফুলের বাগান তৈরি করেছেন। রাস্তাঘাট নির্মাণের অসমাপ্ত কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে নিয়মিত নজরদারি করছেন। পর্যটন বিকাশে ৪ নম্বর নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী পাঙ্গিয়া দিঘী সংস্কার, বৃক্ষরোপণ এবং দর্শনার্থীদের সুবিধার্থে শৌচাগার নির্মাণ ও পার্কে ট্রেইল তৈরির উদ্যোগ গ্রহণ করেছেন।

নদী-খাল সংরক্ষণ ও ভূমিহীনদের জন্য ব্যবস্থা

সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নদী-খালের স্বাভাবিক প্রবাহ রক্ষায় জলমহাল অবমুক্তকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। এটি বাস্তবায়িত হলে কৃষি কাজে সহায়তা মিলবে বলে মনে করছেন স্থানীয়রা। এছাড়া, উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রকৃত ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত প্রদানে ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়েছেন।

সামাজিক ও মানবিক কার্যক্রম

উপজেলা নির্বাহী কর্মকর্তা সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, হতদরিদ্রদের আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ, যৌতুক প্রতিরোধ, ত্রাণ বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

ত্রাণ ও পুনর্বাসনে নজরদারি

সরকারি ত্রাণ বিতরণে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করেছেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের কল্যাণেও বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি।

কর্মসংস্থান ও নবায়নযোগ্য শক্তির প্রচার

বেকার সমস্যা সমাধানে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ফ্রিলান্সার তৈরি, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং সোলার ভিলেজ তৈরির মতো নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও করছেন তিনি।

ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, "বড়াইগ্রামের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে আমি সর্বদা সচেষ্ট। নদী ও খাল সংরক্ষণ, কৃষিজমি রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।"

তার এসব উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও সন্তোষ প্রকাশ করেছেন এবং বড়াইগ্রামের সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেছেন।

ইএইচ

Link copied!