Amar Sangbad
ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫,

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৫, ১০:৪৩ এএম


বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় রাহুল (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহী অভিজিৎ রায় রবি (১৮) গুরুতর আহত হয়েছেন।

তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে (ইফতারের সময়) উপজেলার সুজালপুর ইউনিয়নের সরকারি হাসপাতাল সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহুল দিনাজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোরস্থানপাড়া এলাকার বাসিন্দা এবং ডিম বিক্রেতা হাশেম আলীর ছেলে। আহত অভিজিৎ রায় রবি নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষত্র গ্রামের পল্লী চিকিৎসক নির্মল রায়ের ছেলে।

বীরগঞ্জ থানার এসআই আবু রায়হান ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে হাবলুহাট থেকে মোটরসাইকেলে বীরগঞ্জ যাওয়ার পথে সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী সড়কে পড়ে যান। ঠিক সে মুহূর্তে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে এসে তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাহুল মারা যান।

বীরগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রাকটির শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

স্থানীয়দের মতে, মহাসড়কে দ্রুতগামী যানবাহনের বেপরোয়া গতি ও অসাবধানতার কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দুর্ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচ

Link copied!