Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫,

বাসাইলে ভিক্ষুককে ধর্ষণচেষ্টা, যুবককে গণধোলাই

শরীফুজ্জামান, বাসাইল (টাঙ্গাইল)

শরীফুজ্জামান, বাসাইল (টাঙ্গাইল)

মার্চ ২৩, ২০২৫, ১১:১৫ এএম


বাসাইলে ভিক্ষুককে ধর্ষণচেষ্টা, যুবককে গণধোলাই

টাঙ্গাইলের বাসাইলে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুককে (২০) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশিক খান (২৪) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরে মানসিক ভারসাম্যহীন ওই নারী ভিক্ষা করতে কাঞ্চনপুর পূর্ব কাজিরাপাড়া এলাকায় যান।

স্থানীয়রা জানান, ওই নারী ঝিনাই নদীর পাড়ে পৌঁছালে আশিক খান ও মামুন (২৪) নামের দুই যুবক তাকে জোরপূর্বক একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে দুই অভিযুক্ত নারীকে ফেলে পালিয়ে যান। পরে সন্ধ্যায় এলাকাবাসী অভিযুক্ত আশিককে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণধোলাই দেন।

খবর পেয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সামির মিয়া ও যুগ্ম সদস্য সচিব মাহবুবুর রহমান বাসাইল থানা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশিককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, "অভিযুক্ত যুবককে থানায় আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ইএইচ

Link copied!