বাঁশখালী প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৫, ০১:৪৮ পিএম
বাঁশখালী প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৫, ০১:৪৮ পিএম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে ২০১৮, ২০২০ এবং ২০২৪ সালে র্যাব-৭, চট্টগ্রামের কাছে আত্মসমর্পণ করা ১২৭ জন জলদস্যুর মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ ও তাদের বর্তমান জীবনমানের উপর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যাব ফোর্সেসের মহাপরিচালকের পক্ষ থেকে র্যাব-৭, চট্টগ্রামের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বাঁশখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, আত্মসমর্পণকৃত সাংবাদিক আকরাম হোসাইন, এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন আত্মসমর্পণকৃত নারী জলদস্যু রহিমা আক্তার এবং বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রহিম (বাইশ্য)।
অনুষ্ঠানের শুরুতে বাঁশখালী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোস্তফা আহমেদ পবিত্র কোরআন তিলাওয়াত করেন। এরপর র্যাব-৭, চট্টগ্রামের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান সমাপনী বক্তব্য দেন। পরে ১২৭ জন আত্মসমর্পণকারী জলদস্যুর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইএইচ