Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫,

ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগ নেতা কারাগারে

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৫, ০২:৪৮ পিএম


ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগ নেতা কারাগারে

কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে উপজেলার শ্রীনগর এলাকা থেকে অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীনগর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন জাকির হোসেন। পরে বিষয়টি জানাজানি হলে ওই নারী তাকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু জাকির হোসেন অস্বীকৃতি জানালে ওই নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ধর্ষিতা নারী শনিবার রাতে বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান আসামি করে থানায় মামলা করেন। মামলা দায়েরের পর রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, "প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।"

ইএইচ

Link copied!