Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫,

ফেনীতে ইতিকাফরত অবস্থায় মুসল্লির মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৫, ০২:৫৯ পিএম


ফেনীতে ইতিকাফরত অবস্থায় মুসল্লির মৃত্যু

ফেনীর দাগনভূঞায় ইতিকাফরত অবস্থায় নুর আলম বাবুল (৫০) নামে এক মুসল্লি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফরত অবস্থায় তার মৃত্যু হয়।

নুর আলম বাবুল একই ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের সোবহান ডিলার বাড়ির নুর নবীর ছেলে।

বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী জানান, মাহে রমজানের শেষ দশকে ২০ রমজান (২১ মার্চ) সন্ধ্যা থেকে নুর আলম বাবুল ইতিকাফে বসেন।

রোববার ভোরে তিনি অসুস্থতা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, তবে পথেই তার মৃত্যু হয়।

বিকেলে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

ইএইচ

Link copied!