Amar Sangbad
ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫,

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তাদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৫, ০৩:২৬ পিএম


মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তাদের মানববন্ধন

নাটোরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকারদের ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

"শিক্ষকদের খবর দে, আউটসোর্সিং কবর দে"—এই শ্লোগানকে সামনে রেখে রোববার বেলা ১১টায় নাটোর জেলা কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা আউটসোর্সিং বাতিল, সকল জনবলকে রাজস্বখাতে অন্তর্ভুক্তকরণ, কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্তকরণ, শিক্ষকদের সম্মানী বৃদ্ধি এবং ঈদের পূর্বেই প্রকল্প অনুমোদনসহ সকল জনবলের বকেয়া বেতন পরিশোধ করার ৫ দফা দাবি উত্থাপন করেন।

জেলা ফিল্ড সুপারভাইজার আব্দুল লতিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জেলা কমিটির সভাপতি মাওলানা মো. জালাল উদ্দীন, সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, সহসভাপতি মাওলানা মো. মকবুল হোসেন ও আইসিটি শিক্ষক মাওলানা মো. রোকনুজ্জামান।

এছাড়াও, মানববন্ধনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলার আমির মো. নূরুল ইসলাম।

ইএইচ

Link copied!