কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৫, ০৫:২৩ পিএম
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৫, ০৫:২৩ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার শাহীন মিয়ার ছেলে সুমন (৩০)-এর কাছ থেকে কৌশলে ২ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, আজ রবিবার সকালে রপ্তানি বলিভদ্র থেকে বাড়ি ফেরার সময় সুমনের মুখে কাপড় চেপে ধরে কৌশলে তার কাছে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে নেয় অজ্ঞাত পরিচয়ের ছিনতাইকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর কালিয়াকৈর উপজেলার হিজলতলী ব্রিজের নিচে অচেতন অবস্থায় সুমনকে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা।স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসার পর সুমনের জ্ঞান ফিরেছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, "ঘটনার খবর পেয়েছি।এখনো কোনো অভিযোগ পাইনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
আরএস