Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫,

মাদারীপুরে পাঁচ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের মানববন্ধন

জাহিদ হাসান, মাদারীপুর

জাহিদ হাসান, মাদারীপুর

মার্চ ২৩, ২০২৫, ০৫:৪৪ পিএম


মাদারীপুরে পাঁচ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের মানববন্ধন

মাদারীপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অষ্টম প্রকল্প চালুর দাবিতে শিক্ষকরা মানববন্ধন করেছেন। 

রবিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষকদের দাবী, রমজানেই তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হোক এবং বেতনের বৃদ্ধিসহ রাজস্ব খাতে তাদের চাকুরী করা হোক। মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষকরা অংশ নেয়। 

মানববন্ধনে শিক্ষকরা জানায়, বিগত সাতটি পর্যায়ে এই প্রকল্প সফলভাবে পরিচালিত হয়েছে। এটি শিক্ষার্থীদের মধ্যে কোরআন শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে বর্তমানে প্রকল্পটি আউটসোর্সিংয়ের আওতায় নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যা তারা মেনে নেবেন না। শিক্ষকরা দীর্ঘদিনের বেতন বকেয়া ও ন্যায্য বেতন বৃদ্ধি না হওয়ায় আর্থিক সংকটে ভুগছেন। তারা দ্রুত প্রকল্প অনুমোদন ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। 

সভায় বক্তব্য রাখেন, মাওলানা লুৎফর রহমান, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা আবু সাঈদ, মাওলানা বজলুর রহমান প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা সতর্ক করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ারী দেন।

আরএস



 

Link copied!