চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৫, ০৬:৪৪ পিএম
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৫, ০৬:৪৪ পিএম
ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি`র সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চরফ্যাশন আদালতে সদ্য নিয়োগ পাওয়া এডিশনাল জিপি অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর ও এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ।
রবিবার( ২৩ মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাক্ষাৎকালে সরকারী দুই আইন কর্মকর্তা নির্বাহী কর্মকর্তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি দেশ ও জাতির কল্যাণে সরকার প্রদত্ত নতুন দায়িত্ব বিজ্ঞ দুই আইনজীবী যথাযথভাবে পালনে সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
চরফ্যাশন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নিয়োগ পাওয়া আইনজীবী অ্যাডভোকেট মো: ছিদ্দিক মাতাব্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি চরফ্যাশন আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক এবং উপজেলা বিএনপি`র সাবেক আইনবিষয়ক সম্পাদক।
অন্যদিকে চরফ্যাশন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিয়োগ পাওয়া আইনজীবী অ্যাডভোকেট মো: হযরত আলী হিরণ চরফ্যাশন আইনজীবী সমিতির ধর্ম, ক্রীড়া ও পাঠাগার বিষয়ক সম্পাদক । তিনি চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি।
আরএস