Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫,

গোয়ালন্দে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৫, ০৭:২৪ পিএম


গোয়ালন্দে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর  ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও  ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) আসরের নামাজের পর  উজানচর মঙ্গলপুর মহিলা মাদরাসা মাঠ প্রাঙ্গণে  এ দোয়া  মাহফিলের আয়োজন করা হয়।

উজানচর  ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও. শামসুল হক  এর  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও রাজবাড়ী জেলা আমীর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, জেলা নায়েবে আমীর মো. আলীমুজ্জান, জেলা সেক্রেটারি হেলালউদ্দীন,
এছাড়া উপস্থিত ছিলেন থানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোয়ালন্দ উপজেলা শাখার আমির, জনাব গোলাম আজম মীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোয়ালন্দ উপজেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মো. মোশারফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর জালাল উদ্দিন প্রামানিক,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৌলতদিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি  আবু সাইদ সুহাগসহ  অন্যান্য নেতৃবৃন্দ।

আরএস

 

Link copied!