Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫,

মনপুরায় বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনের সংঘর্ষ, আহত ১৫

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৫, ০৭:৫২ পিএম


মনপুরায়  বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনের সংঘর্ষ, আহত ১৫

ভোলার  মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়ায় জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির (ভিজিএফ) চাল বিতরণকে কেন্দ্র করে  বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনের সংঘর্ষে   ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ভর্তি করা হয়েছে, এবং তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আশঙ্কাজনকদেরকে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী  চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

রবিবার ২৩ মার্চ উপজেলার ৩ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ঘটনা ঘটে। দলের নেতাকর্মী ও সমর্থকরা ভিজিএফ কার্ড না পাওয়ায় বিএনপি, জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের লোকজন এ সংঘর্ষে লিপ্ত হয়।

আহতদের মধ্যে জামায়াতে ইসলামীর সদস্য ওই ইউনিয়নের বাসিন্দা মো. নোমান, মো. মহিউদ্দিন, মো. মহিন, মো. রাশেদ, মো. আব্বাস, মো. কাউসারসহ মোট ৯ জনকে মনপুরা উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিএনপির আহতরা হলেন- মো. মামুল, মো. এরশাদ, মো. আব্বাস, মো. সহিজল, ও মো. মিল্লাদ।

জামায়াতে ইসলামী উত্তর সাকুচিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আবু সুফিয়ান জানান, গত শনিবার থেকে জেলেদের চাল বিতরণ শুরু হয়েছে। ঈদ উপলক্ষে রোববারও চাল বিতরণ করা হয়। কিন্তু আমাদের কাউকে ডাকে নাই। তাই আমরা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা প্রশাসকের কাছে আসলে বিএনপির নোমান, মোশাররফ, সামছু, ফিরোজসহ বিএনপি নেতাকর্মীরা তখন এই কাজে বাধা দিলে মারামারি হয়। এঘটনায়স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোশারফ দালাল জানান, আমরা ঘটনা শুনে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।  

উপজেলার দক্ষিণ সাকুচিয়া  ইউনিয়ন পরিষদের পরিষদ প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাসিরউদ্দীন জানান, চাল বিতরণকালে আমি পরিষদের দ্বিতীয় তলায় ছিলাম। এ সময় পরিষদের বাইরে মারামারি শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে দেই এবং চাল বিতরণ বন্ধ করে দেয়া হয়। তবে কী নিয়ে বাইরে মারামারি হয়েছে তা জানি না। কিছুক্ষণ চাল দেয়া বন্ধ রেখে আবার চাল দেয়ার কার্যক্রম শুরু করেন।

মনপুরা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, আজ মনপুরায় ভিজিএফ চাল বিতরণ চলছিল। এ সময় তাদের দলীয় সমর্থিতরা কার্ড না পাওয়া নিয়ে চরমোনাই পীর ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকেরা এক হয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এতে হাতাহাতির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। তবে এ ঘটনায় কোন পক্ষ কোনো অভিযোগ করেননি।

ওসি আরও জানান, বিষয়টি নিয়ে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমঝোতা বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরএস

Link copied!