Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

টুঙ্গিপাড়ায় ৫০ খামারির মাঝে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

মার্চ ২৪, ২০২৫, ০১:৩০ পিএম


টুঙ্গিপাড়ায় ৫০ খামারির মাঝে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাণিসম্পদের উন্নয়নে ক্ষুদ্র খামারিদের মাঝে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের অর্থায়নে সোমবার বেলা ১২ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ৫০ জন ক্ষুদ্র খামারির মাঝে এসব ঔষধ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক।

বিতরণ অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়,কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বক্তব্য রাখেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন সমন্বিত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়েছি। আজ বিনামূল্যে গবাদি পশুর কৃমিনাশক ঔষধ বিতরণ করে কার্যক্রম শুরু হলো। এতে গবাদি পশু সুস্থ থাকার পাশাপাশি উৎপাদনেও ভালো ভূমিকা রাখবে।

বিআরইউ

Link copied!