Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫,

রাঙামাটিতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মার্চ ২৭, ২০২৫, ১২:১৯ এএম


রাঙামাটিতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রাঙামাটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে রাঙামাটির সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর নেতৃত্বে সরকারি কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বীর মুক্তিযোদ্ধারা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙামাটি পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা এবং চাকমা সার্কেলের পক্ষে চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদের নেতৃত্বে দলীয় অঙ্গসংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া জাতীয় পার্টি, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা জানান।

এদিকে, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন আঞ্চলিক সংগঠন থাকলেও সকাল সাতটার দিকে সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদারের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

পরে সকাল ৯টায় রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

ইএইচ

Link copied!