নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৬, ২০২৫, ১১:২৫ এএম
নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৬, ২০২৫, ১১:২৫ এএম
জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, “আজকের এই ঐতিহাসিক দিনে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এটি প্রথম স্বাধীনতা ও জাতীয় দিবস। আমরা লক্ষ্য করেছি, গত সাড়ে ১৫ বছর ধরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-পরবর্তী ইতিহাসকে একপেশে করে উপস্থাপন করা হয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের একক সম্পত্তি বানিয়ে ফেলেছে। আমরা চব্বিশের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে একই ধরনের প্রবণতা লক্ষ্য করছি।”
বুধবার মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন নাছির বলেন, “গণঅভ্যুত্থানের একক মালিকানা দাবি করে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, দলটি শুধুমাত্র গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করলেও একটি নির্দিষ্ট শ্রেণীগোষ্ঠীর মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, “নতুন রাজনৈতিক দলের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে গণঅভ্যুত্থানের শহীদদের মধ্যে শহীদ ওয়াসিমের নাম বাদ দেওয়া হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। অথচ শহীদ ওয়াসিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ছিলেন।”
নাছির উদ্দীন নাছির অভিযোগ করেন, “গণঅভ্যুত্থানের মালিকানা দাবি করা দলটিও চব্বিশের গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস বিকৃত করছে, যেমনটি মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ করেছিল। নতুন এই দলের আর্থিক সংকুলানের উৎস নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, কিন্তু কোনো স্পষ্ট জবাব পাইনি। বরং সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনের বিশৃঙ্খলা মানুষকে বিক্ষুব্ধ করেছে।”
ছাত্রদলের এ নেতা বলেন, “মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চব্বিশের গণঅভ্যুত্থানের ঘটনাগুলোও জানা প্রয়োজন। এই ইতিহাস কোনোভাবেই একপেশে হওয়া উচিত নয়। আমরা নতুন প্রজন্মের রাজনৈতিক শুভসূচনা স্বাগত জানাই এবং আজকের স্বাধীনতা দিবসে দেশের সাধারণ ছাত্র-জনতাকে শুভেচ্ছা জানাই।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, বিএনপি ও ছাত্রদল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য ধারণ করে। প্রকৃত ইতিহাস—যা মুক্তিযুদ্ধ কিংবা চব্বিশের গণঅভ্যুত্থান—সঠিকভাবে তুলে ধরতে হবে। আমি সবাইকে ইতিহাসের সত্য প্রকাশে সচেষ্ট হওয়ার আহ্বান জানাই।”
এ সময় তার সঙ্গে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ