Amar Sangbad
ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫,

মির্জা আব্বাস

ডিসেম্বরে নির্বাচন হবে, আমরা সে বিশ্বাস রাখি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৬, ২০২৫, ১১:১২ এএম


ডিসেম্বরে নির্বাচন হবে, আমরা সে বিশ্বাস রাখি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা সে বিশ্বাস রাখি। আর নির্বাচন হবে না—এমনটা আমরা মনে করি না।”

বুধবার মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, “আমাদের মধ্যে কোনো অনৈক্য নেই। তবে স্বার্থের সংঘাত থাকতে পারে। প্রতিটি দলের নিজস্ব আদর্শিক জায়গা আছে, ভিন্ন মতাদর্শ থাকতে পারে। এটাকে অনৈক্য বলা যাবে না। যখন জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন হবে, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজন হবে, তখন আমরা সবাই এক হয়ে যাব। এখন দলীয় আদর্শিক স্বার্থে হয়তো আলাদা মতামত প্রকাশ করা হচ্ছে, তবে চূড়ান্ত সময়ে দেশের জনগণ ঐক্যবদ্ধ হবে।”

মির্জা আব্বাস বলেন, “আজকে আমরা স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং যুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছেন। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা মাঝে মাঝে প্রকৃত স্বাধীনতার স্বাদ হারিয়েছি। তবে ৫ তারিখের পর নতুন করে সে স্বাধীনতা ফিরে পেয়েছি।”

তিনি আরও বলেন, “আমি ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যাঁরা নিজেদের প্রাণ দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তাঁদের পরিবারের যারা এখনো বেঁচে আছেন, তাদের প্রতি সমবেদনা জানাই। পাশাপাশি দেশবাসীর প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।”
দ্বিতীয় স্বাধীনতা প্রসঙ্গে

মির্জা আব্বাস বলেন, “আমরা মাত্র কয়েক মাস আগে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে পরাজিত করে নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি। অনেকে এটিকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে থাকেন। তবে প্রকৃতপক্ষে, আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে যে, ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে কিছু নেই। যারা এমন কথা বলে, তারা প্রকৃত স্বাধীনতা সংগ্রামকে খাটো করতে চায়।”

তিনি আরও বলেন, “আজ আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইব। যেন আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন এই স্বাধীনতাকে ধরে রাখতে পারে।”

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আমানুল্লাহ আমানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!