Amar Sangbad
ঢাকা শনিবার, ২৯ মার্চ, ২০২৫,

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় চালকের মর্মান্তিক মৃত্যু

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

মার্চ ২৪, ২০২৫, ০৫:০৬ পিএম


নওগাঁয় সড়ক দুর্ঘটনায় চালকের মর্মান্তিক মৃত্যু

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর (কাঁকড়া) চালক প্রতাপ সরকার (২৭) নামে এক ট্রাক্টর চালকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জেলার সাপাহার পিছলডাঙ্গা এলাকার মৃত ফয়েজ উদ্দীনের ছেলে ফহিম উদ্দীন গুরুতর আহত হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশের তথ্য ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের নকুচা এলাকায় এ ঘটনাটি ঘটে। 

নিহত প্রতাপ সরকার সাপাহার উপজেলার জামানগর গ্রামের অমল সরকারের ছেলে। আহত ফাহিমকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান জানান, সকালে একটি লোডবাহী মিনি পিকআপ ও বালুবাহী ট্রাক্টর নজিপুর থেকে সাপাহারের দিকে যাচ্ছিলো। মিনি পিকআপ নকুচা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে ধাক্কা দিলে ট্রাক্টরের চালক পড়ে যায় । এতে ঘটনাস্থলেই ওই চালকের মৃত্যু হয়।

বিআরইউ

Link copied!