সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৫, ০৮:৩৬ পিএম
সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৫, ০৮:৩৬ পিএম
কুড়িগ্রামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, রিজভী আহমেদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামে ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের আয়োজনে রোববার সন্ধ্যায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু।
যুবদল নেতা মোরশেদ হোসেন লিটুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য এ্যাড.মো. আশরাফ আলী,আবু দারদা হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ কাজল,যুবদলের সহ সভাপতি, মাসুদ রানা (বাবু), এনামুল হক এনা,মো. এরশাদুল হক, জাফর আহমেদ সহ প্রমুখ।
নেতারা তাদের বক্তব্যে, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও কুড়িগ্রামের কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
আরএস