Amar Sangbad
ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫,

পাবনায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

মার্চ ২৪, ২০২৫, ১১:১০ পিএম


পাবনায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত

পাবনায় অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশ ও জনজীবন চরম সংকটে পড়েছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা।

রোববার দুপুরে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি গ্রামে অবৈধ বালু উত্তোলনের ছবি ও ভিডিও ধারণকালে সন্ত্রাসীদের হামলার শিকার হন সুজানগর প্রেসক্লাবের প্রস্তাবিত সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান।

বালু সিন্ডিকেটের সদস্য সোবাহান প্রামাণিকের ছেলে আব্দুল মান্নান, হকেন প্রামাণিক ওরফে হকেন মাঝির ছেলে আরিফ, বাবু প্রামাণিকের ছেলে লম্বা ফিরোজ এবং জলিল বিশ্বাসের ছেলে কালা ফিরোজের নেতৃত্বে দলবল নিয়ে তাকে মারধর করা হয়। হামলাকারীরা সাংবাদিকদের সঙ্গে থাকা ক্যামেরা, বুম ও মোবাইল ভাঙচুর করে।

আহত সাংবাদিক মনিরুজ্জামান বর্তমানে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ সময় প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টারসহ একাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

সাংবাদিক মনিরুজ্জামান বালু উত্তোলনের ছবি ও ভিডিও সংগ্রহ শেষে ফেরার পথে হামলার শিকার হন বলে জানা গেছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’-এর সভাপতি খান হাবিব মোস্তফা এক বিবৃতিতে বলেন, "সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" পাবনার সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!