পার্বত্যাঞ্চল প্রতিনিধি:
মার্চ ২৫, ২০২৫, ১২:৪৪ পিএম
পার্বত্যাঞ্চল প্রতিনিধি:
মার্চ ২৫, ২০২৫, ১২:৪৪ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা তাহিরা, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ,মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম সিরাজী, মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অংহ্লাপ্রু মারমা, মাটিরাঙ্গা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মাদ আরিফুল ইসলাম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মো.আমির হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিএাঙ্কন,রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃতি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র প্রদর্শন, ২৫ মার্চ গণহত্যায় নিহতদের স্মরণে স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, রাত ১০.৩০ থেকে ১০.৩১ মিনিট সমগ্র জেলায় ১মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালিত হবে।
বিআরইউ