নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৫, ০২:৩৯ পিএম
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৫, ০২:৩৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
আলোচনা সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ইমরুল কায়েস, এলজিইডি প্রকৌশলী শাহিনুল ইসলাম, সমাজসেবা অফিসার সোহেল রানা, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, বিএমডিএ প্রকৌশলী রেজাউল করিম এবং মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো। এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।
সভায় বক্তারা ২৫ মার্চের কালো রাতে সংঘটিত গণহত্যার ইতিহাস তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। আলোচনা শেষে গণহত্যা দিবসে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইএইচ